দুটি ত্রিভুজ ও একটি সাধারণ বাহু

দুটি ত্রিভুজ ও একটি সাধারণ বাহু

(জাকারিয়া আহমেদ)


ল্যাম্পপোস্টের আলোতে আজ নিজেকে অনেক হাল্কা লাগছে। অন্যদিনের মত বাড়ি ফেরার তাড়া নেই, নেই মোবাইল কলের ঝামেলা।ছিনতাইকারীকে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে তাকে ছাড়া এমন একটি দিন কোনভাবেই সম্ভব ছিল না।তবে নিজেকে হাল্কা লাগার পিছনে ল্যাম্পপোস্টের কোন হাত নেই। মূলত অনেক দিনের পথের কাঁটা সংসার সমুদ্র থেকে রকিব আজ মুক্ত। তার আজ মুক্তি দিবস। রাজনৈতিক নেতারা যেমন সব লজ্জা বিসর্জন দিয়ে প্রতি বছর জেল মুক্তি দিবস পালন করে,রকিবের ইচ্ছা করছে আগামী বছরগুলোতে সে এই দিনটাকে সংসার মুক্তি দিবস হিসেবে পালন করবে।


একটি স্বাক্ষরে যার শুরু ঠিক তেমন একটিতে তার শেষ।জ্যামিতির ভাষায়,দুটি ত্রিভুজের মধ্যে একটি সাধারণ বাহু,কিন্তু সমবাহু হতে হলে এখনো দুইটা বাহু সমান হতে হয়।কিন্তু রকিব-রকেয়ার নামের আদ্যক্ষর ছাড়া আর কোথাও সেটা ঘটেনি।সে যেটা পছন্দ করে রকেয়ার পছন্দ ঠিক তার বিপরীতটা।ডিভোর্স ছাড়া এমন কোন বিষয় পাওয়া যাবে না যেটাতে তারা একমত হতে হয়েছে।সমাজের মানুষ ডিভোর্সকে স্বাভাবিকভাবে না নিলেও,পকেটের ডিভোর্স লেটারকে তার ছাড়পত্র মনে হচ্ছে।

বিয়ের রাতে বাব-মার সাথে থাকা নিয়ে যে বিবাদের শুরু আজ বিকালে তার শেষ হল।ডিভোর্স পেপারে সই করতে তাদের কারো হাত কাপলো না।রকেয়াকে নিয়ে ভাবতে আর ভাল লাগছে না।
অযথা শেষ হওয়া বিষয় নিয়ে মগজ গরম করার কোন মানে হয় না। মস্তিষ্কে রকেয়া বিষয়ক সেলগুলো অফ করে দিতে পারলে ভাল হত,চাইলেও আর ওর মুখটি সামনে ভাসতো না। ওটা অসম্ভব।তাই অন্য কিছু ভাবতে হবে।পুরানো বন্ধুদের ফোন দেয়া যেত কিন্তু মোবাইলতো ছিনতাই হয়েছে। ফুটপাতের নিয়ন আলোতে হাঁটাই শ্রেয়। বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুদের সাথে কত রাত সে ফুটপাতে হেঁটে কাটিয়েছে তার কোন হিসাব নেই। আজ হাটতে গিয়ে সেই পুরানো অনুভূতি জেগে উঠছে, সেই বাতাসের গন্ধ,সেই স্বাদ,সেই শিহরণ জাগানো রাতের হলুদ সোডিয়াম বাতি।

হাটতে হাটতে মহাখালী ফ্লাইওভারের উপড়ে রকিব। আগে উপড়ে উঠতে এত আনন্দ সে পাই নি।আজ কেন জানি শুধু উপড়ে উঠতে ইচ্ছা করছে তার,যেখান থেকে নামার কোন রাস্তা নেই। অন ওয়ে রোড। আচ্ছা আশে পাশে অনেককে দেখা যাচ্ছে , অনেকেই আমার পরিচিত অই যে  হ্যাংলা পাতলা ছেলেটি আমার কলেজ ফ্রেন্ড রায়হান,অফিসের কলিগ আসিম ভাই... আরও অনেকে। আচ্ছা এরাও কি উপড়ে উঠতে চাই ???

জাকারিয়া আহমেদ
শুক্রবার
, 13 জুন 2014
provincialkid@gamil.com

মন্তব্যসমূহ