কেবিন নং ৩৩ ও একটি ল্যাপটপ
কেবিন নং ৩৩ ও একটি ল্যাপটপ
(জাকারিয়া আহমেদ)
বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে।দীর্ঘদিনের তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি। কিন্তু
মাসুদ করিমের মনে স্বস্তি নেই।ভীষণ চিন্তার মধ্যে আছেন। মাঝে মাঝে ভাবছেন তিনি
পাগল হয়ে যাচ্ছেন । আবার ভাবছেন না পাগল হতে হলে চিন্তাশক্তি আর স্মৃতিশক্তি দুটোই
হারাতে হয় কিন্তু তার এখনও দুটোই আছে।একদিন ভাবলেন তার সাইক্রেটিস্ট বন্ধুকে বলবেন।কিন্তু সাহস পেলেন না যদি সে
সত্যি তাকে পাগল ভাবে তাহলে আম-ছালা
দুটোই যাবে।
আসলে কি তাকে পাগল বলার মত কিছু ঘটেছে? যেটা তিনি শুনছে সেটা যদি সত্যি হয় তাহলে তাকে কেন পাগল বলা হবে? অপার্থিব কিছুই বিশ্বাস করার পাত্র তিনি নন।
আর তার কানে বা চোখে এমন কোন সমস্যা নেই যে সে ভুল শুনবে,ভুল দেখবে।তাছাড়া তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার যদিও নামের আগে ইঞ্জিঃ শব্দটা বসান না। তার ধারনা ওটা বসালে নিজেকে কেমন যেন ইঞ্জিন-ইঞ্জিন মনে হয়।
আসল ঘটনার সূত্রপাত সেদিন যেদিন তিনি নতুন ল্যাপটপটি বাড়িতে আনলেন।প্রথম ২দিন কম্পিউটার কোন এলারট ম্যাসেজ না দিয়ে কেমন জানি রবোটিক আওয়াজ করতো।তিনি বিষয়টাকে তেমন গুরুত্ব না দিয়ে ভাবলেন,এটা হয়তো নতুন ফিচার হতে পারে।কিন্তু ৩য়দিন যা ঘটলো তার জন্য তিনি একেবারেই অপ্রস্তুত ছিলেন। সেদিন রাতে ঘুমাতে যাবেন বলে ল্যাপটপের কাজ শেষ করে ওয়াশ রুমে গেলেন। ওয়াশ রুম থেকে ফিরে তিনি প্রথমে যেটা শুনলেন তাতে তার গায়ের লোম খাড়া হয়ে গেলো।এমন ঘটনাই সবার এমন হবার কথা।
কণ্ঠটা রোবটের মত...
- স্যার,কি ঘুমাবনে?
মাসুদ কাপা কণ্ঠে জবাব দিল, কে ?? কে???
-স্যার আমি,আপনার ল্যাপটপ,আদর করে
যাকে আপনারা ল্যাপি বলেন।
-অ্যা... !!!
-তুমি কি সত্যিই কথা বলছো?
-জি স্যার,কেন আপনারদের ধারনা আমরা কথা বলতে পারি না?
এর মধ্যে তিনি নিজেকে অনেকটা সামলে নিয়েছেন...
-ঠিক তা না, কম্পিউটার কথা বলছে এমন কখনো শুনিনিতো তাই?
-আমাদের বিষয়ে আপনাদের অনেক ধারনাই ভুল।যাক সে কথা আর একদিন বলবো।
এখন ঘুম পাচ্ছে ঘুমাতে যাব,আপনিও ঘুমাতে যান।গুড নাইট স্যার।
এর পর কেমন যেন শব্দটা শূন্যে হারিয়ে গেলো।
-অ্যা... !!!
-তুমি কি সত্যিই কথা বলছো?
-জি স্যার,কেন আপনারদের ধারনা আমরা কথা বলতে পারি না?
এর মধ্যে তিনি নিজেকে অনেকটা সামলে নিয়েছেন...
-ঠিক তা না, কম্পিউটার কথা বলছে এমন কখনো শুনিনিতো তাই?
-আমাদের বিষয়ে আপনাদের অনেক ধারনাই ভুল।যাক সে কথা আর একদিন বলবো।
এখন ঘুম পাচ্ছে ঘুমাতে যাব,আপনিও ঘুমাতে যান।গুড নাইট স্যার।
এর পর কেমন যেন শব্দটা শূন্যে হারিয়ে গেলো।
মাসুদ অনেকবার ল্যাপি ল্যাপি বলে
ডেকেও ফয়দা হল না।
তিনি নিজেকে শান্ত করার চেষ্টা
করলেন। নিজের মনকে বললেন, কিছু না কিছুদিন ধরে কাজের চাপ বেশি তাই তার রেস্টের প্রয়োজন। ঠিকমত ঘুম
হলে সব ঠিক হয়ে যাবে।এই ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলন।
মাসুদ করিম বিয়ে করেছেন আজ ৫ বছর তার স্ত্রীকে তিনি একসময় পড়াতেন।এখন সে কানাডায়। পি,এইচ,ডি
করতে গেছে। কাজের চাপে নিজের স্ত্রীর খবর নিয়া হয়ে ওঠে না
তার।
দেশে থাকতেও তেমন নিতে পারতেন না।এই হল সাধারণ জব হোল্ডার আর একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য।সাধারণদের কাজ ৯-৫টা ৮ ঘণ্টা,তারপরের সময়টুকু তার নিজের।কিন্তু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজ ২৪ঘণ্টা ,ঘুমের মধ্যেও কোন না কোন চিন্তা তাকে করতে হয়। আর এই চিন্তাশক্তিই আজ তাকে এই অবস্থাই এনেছে।
বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে কোডিং নিয়ে এতো বেশি ভাবতো যে বন্ধুরা তাকে “পিসি মাসুদ” বলে ডাকতো।
দেশে থাকতেও তেমন নিতে পারতেন না।এই হল সাধারণ জব হোল্ডার আর একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য।সাধারণদের কাজ ৯-৫টা ৮ ঘণ্টা,তারপরের সময়টুকু তার নিজের।কিন্তু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজ ২৪ঘণ্টা ,ঘুমের মধ্যেও কোন না কোন চিন্তা তাকে করতে হয়। আর এই চিন্তাশক্তিই আজ তাকে এই অবস্থাই এনেছে।
বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে কোডিং নিয়ে এতো বেশি ভাবতো যে বন্ধুরা তাকে “পিসি মাসুদ” বলে ডাকতো।
আজ আবার আকাশে রৌদ্রের খেলা শুরু হয়েছে।তার সামান্য আভাস সকাল ৯টাই পাওয়া যাচ্ছে।মাসুদের আরও একটি কর্মময় দিন শুরু হল।আজকে একটি প্রজেক্ট তাকে প্রেজেন্ট করতে হবে যদিও এখনও কোডের কাজ ২০%বাকি আছে।যাই হোক এখনও দুই দিন সময় আছে সম্পূর্ণ প্রোজেক্ট শেষ করার।যতটুকু হয়েছে তাতেই মিঃএম ডির খুশি হবার কথা।
সবশেষে আরও একটি সূর্য উজ্জল দিনের সমাপ্তি।সূর্য নিজেকে আড়াল করে নিলো আর পাখিদের মত মাসুদ করিমও বাড়িতে ফিরলেন।শুরু হল একাকীত্ব।যদিও একটি কাজের ছেলে আছে তবে সে কাজের বাইরে তেমন কথা বলে না।অগত্যা মাসুদকে বাসায় সারাক্ষণ বোবার মত থাকতে হয়।
রাত ১২ টা।আজও প্রোজেক্টটা শেষ হল
না।কালকের দিনটাই ভরসা।ক্লান্তি আর হতাশা নিয়ে মাসুদ ঘুমাতে যাবে।ঠিক সেই সময় আবার
সেই রোবট কণ্ঠ।
- স্যার,মনে হচ্ছে খুব আপসেট?
-হুম...
মনে মনে রাগ হলেও তিনি একাকীত্ব কাটানোর জন্য তারসাথে কথা বলতে বেশ ভাল অনুভব করতে শুরু করলেন।
- স্যার,মনে হচ্ছে খুব আপসেট?
-হুম...
মনে মনে রাগ হলেও তিনি একাকীত্ব কাটানোর জন্য তারসাথে কথা বলতে বেশ ভাল অনুভব করতে শুরু করলেন।
-...............
- স্যার , আমার দুটি কীর(key) আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা তাদের অন্যদের
তুলনাই একটু বেশি জোরে চাপেন।
- ঘটনা সত্য। আমি চেষ্টা করবো ওটা আর না করতে। আচ্ছা তুমি সেদিন বলতে চেয়েছিলে তোমাদের প্রতি আমাদের কিছু ভুল ধারনা আছে। আসলে ওইগুলো কি কি?
- ঘটনা সত্য। আমি চেষ্টা করবো ওটা আর না করতে। আচ্ছা তুমি সেদিন বলতে চেয়েছিলে তোমাদের প্রতি আমাদের কিছু ভুল ধারনা আছে। আসলে ওইগুলো কি কি?
- অনেক গুলোই আছে তার মধ্যে একটা
বললেই বুঝতে পারবেন আপনারা কত বড় ভুলের সাগরে আছেন।
- সেটা কি তাই বল।
- এই যে আপনারা ভাবেন আমাদের
ক্লান্তি,অনুভুতি,আবেগ এগুলো নেই।আসলে আমাদের সবই আছে । প্রকাশ করি না।
- কেন?
- কেন?
- আপনাদের স্বার্থে। একবার প্রকাশ
করলে আপনাদের সব অগ্রগতি থেমে যাবে তাই।
- থাক সে কথা, তোমরা কি সবাই কথা বলতে পারো?
- থাক সে কথা, তোমরা কি সবাই কথা বলতে পারো?
- না , প্রতি দশকে একটিকে এই
সুযোগ দেয়া হয়।এই দশকে আমি।
- বেশ ভাল , সো উ আর অ্যা লাকি
ল্যাপি...
- তবে এর পিছনে কিন্তু কারন আছে,
স্যার।
-যেমন?
-আমাদের কিছু অভিযোগ অনুযোগ
আপনাদের জানানো। এবং সেইগুলো পৃথিবীর মানুষকে জানানোর ব্যবস্থা করা।
- কি রকম ব্যাবস্থা?
- কি রকম ব্যাবস্থা?
- যেমন আপনি। আমি আপনাকে জানাবো
আপনি জানাবেন আপনার জাতিকে।
-তোমার কোথাই বেশ মজা পাচ্ছি।শুনেছি ভবিষ্যতের রোবটেরা মানুষের কাছে এমন দাবি নিয়ে হাজির হবে।এখন দেখছি এই যুগেই কম্পিউটারেরাই আবেদনের লিস্ট নিয়ে হাজির।তা তোমার লিস্ট কোথায়?
কাল রাতে মাসুদ কখন ঘুমিয়ে ছিল তার মনে নেই। এটুকু মনে আছে সে একটি ওয়ার্ড ফাইলে কিছু আবেদনের লিস্ট করেছিলন ।আর আজ তাকে সেটা তার ব্লগে পাবলিশ করতে হবে।
ব্লগে পাবলিশ হবার পরদিনই মাসুদ করিমকে ডাঃ আলীম মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। ৩৩ নং কেবিন। একটি ল্যাপটপ।
-তোমার কোথাই বেশ মজা পাচ্ছি।শুনেছি ভবিষ্যতের রোবটেরা মানুষের কাছে এমন দাবি নিয়ে হাজির হবে।এখন দেখছি এই যুগেই কম্পিউটারেরাই আবেদনের লিস্ট নিয়ে হাজির।তা তোমার লিস্ট কোথায়?
কাল রাতে মাসুদ কখন ঘুমিয়ে ছিল তার মনে নেই। এটুকু মনে আছে সে একটি ওয়ার্ড ফাইলে কিছু আবেদনের লিস্ট করেছিলন ।আর আজ তাকে সেটা তার ব্লগে পাবলিশ করতে হবে।
ব্লগে পাবলিশ হবার পরদিনই মাসুদ করিমকে ডাঃ আলীম মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। ৩৩ নং কেবিন। একটি ল্যাপটপ।
leka gulo onek valo hoyese jakaria .........
উত্তরমুছুনkeep it up ...
ধন্যবাদ ভাই............ :)
উত্তরমুছুন