কেবিন নং ৩৩ ও একটি ল্যাপটপ

কেবিন নং ৩৩ ও একটি ল্যাপটপ (জাকারিয়া আহমেদ) বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে।দীর্ঘদিনের তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি। কিন্তু মাসুদ করিমের মনে স্বস্তি নেই।ভীষণ চিন্তার মধ্যে আছেন। মাঝে মাঝে ভাবছেন তিনি পাগল হয়ে যাচ্ছেন । আবার ভাবছেন না পাগল হতে হলে চিন্তাশক্তি আর স্মৃতিশক্তি দুটোই হারাতে হয় কিন্তু তার এখনও দুটোই আছে।একদিন ভাবলেন তার সাইক্রেটিস্ট বন্ধুকে বলবেন । কিন্তু সাহস পেলেন না যদি সে সত্য ি তাকে পাগল ভাবে তাহলে আম-ছালা দুটোই যাবে। আসলে কি তাকে পাগল বলার মত কিছু ঘটেছে? যেটা তিনি শুনছে সেটা যদি সত্যি হয় তাহলে তাকে কেন পাগল বলা হবে? অপার্থিব কিছুই বিশ্বাস করার পাত্র তিনি নন । আর তার কানে বা চোখে এমন কোন সমস্যা নেই যে সে ভুল শুনবে,ভুল দেখবে।তাছাড়া তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার যদিও নামের আগে ইঞ্জিঃ শব্দটা বসান না। তার ধারনা ওটা বসালে নিজেকে কেমন যেন ইঞ্জিন-ইঞ্জিন মনে হয়। আসল ঘটনার সূত্রপাত সেদিন যেদিন তিনি নতুন ল্যাপটপটি বাড়িতে আনলেন । প্রথম ২দিন কম্পিউটার কোন এলারট ম্যাসেজ না দিয়ে কেমন জানি রবোটিক আওয়াজ করতো । তিনি বিষয়টাকে তে...