পোস্টগুলি

জানুয়ারী, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
কলাবাগানের কাছে বিমান বিধ্বস্ত !   জাকারিয়া আহমেদ ১. জামাল সাহেব । মাল্টি-ন্যাশনাল কোম্পানির এম ডি । খুবই চালাক এবং বুদ্ধিমান । চোখ জোড়া বড়বড় চেহারাটা গম্ভীর । এমন একটা ভুল তিনি করতে পারেন তা তিনি কল্পনাতেও ভাবেন নি । জামাল সাহেবের অনেকগুলো বাজে অভ্যাস আছে । প্রতিদিন সকালে নতুন করকরে গরম পত্রিকা তার চাই । কেউ ভুলবশত পত্রিকার ভাজ খুললে তিনি ঐ পত্রিকা আর পড়েন না । তখন অগত্যা তার জন্য নতুন আরও একটি পত্রিকা আনতে হয় । ২. এই নিয়ে তার মেয়ে ঐশীর সাথে প্রায়ই ঝগড়া হয় । বাবা-মেয়ের ঝগড়া তাই তেমন জোরালো হয় না । তাদের ঝগড়ার নমুনাটা এরকম- -বাবা , তোমার এই বাজে অভ্যাসটা কবে যাবে ? - কেন কি করেছি আমি ? - প্রতিদিন এই যে পত্রিকার ভাজ তোমার হাত দিয়ে খুলাতে হবে । তার আগে কেউ পত্রিকাই হাত দিতে পারবেনা । - এটা বাজে হতে যাবে কেন ? - আচ্ছা তাহলে তুমি পত্রিকা প্রেসে চাকরি নাও , প্রতিদিনের প্রথম পত্রিকা পড়তে পারবে । - তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস ? - না , ইয়ার্কি করতে যাব কেন , আর তুমি কি ইয়ার্কি করার পাত্র । - তাহলে । - বাবা , তোমাকে একটা কথা বলি , তুমি তোমার la...